এক নজরে

 

কুতুবদিয়া সমুদ্রের মাঝখানে অবস্থিত   উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ০৩নং লেমশীখালী ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ ০৩নং লেমশীখালী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – ৩নং লেমশীখালী  ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৩০২৮৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ২৮ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।

চ) হাট/বাজার সংখ্যা -২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ২টি,

    মাদ্রাসা- ১টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আকতার হোছাইন বি এ

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

        গাইট্টা খালী ,কবিরা পাড়া , আনুমিয়াজীর পাড়া, আকবর আলী সিকদার পাড়া  ,কাজীর পাড়া ,এ হক পাড়া

        করলা পাড়া,  মুন্সি মিয়াজীর পাড়া ,নয়া পাড়া, মশরফ আলী সিকদার পাড়া,জাহেলিয়া পাড়া,ইদ্দার পাড়া ,পেয়ারা কাটা         হাজারিয়া পাড়া, আবদু রশিদ হাজীর পাড়া  ,আফাজ উদ্দিন সিকদার পাড়া ,ছামিরা পাড়া ,ফজর আলী সিকদার পাড়া

ছিন্নি খাইয়ার পাড়া,গাইনা কাটা,হাবিব হাজীর পাড়া,মতির বাপের পাড়া,বশির উল্লাহ সিকদার পাড়া,ঠান্ডা চৌকিদার পাড়া,শাহাজীর পাড়া,ছিদ্দিক হাজীর পাড়া।মাঝের পাড়া,আনুবাপের পাড়া,তহলী পাড়া,নয়া ঘোনা,

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।